দিল্লি-নয়ডার ১০০টি স্কুলে বোমাতঙ্ক, হুমকি ইমেইল এসেছে রাশিয়া থেকে

0
8

বুধবার সকালে দিল্লি-নয়ডার  প্রায় ১০০টি স্কুলে বোমাতঙ্ক ছড়ালো। পর পর স্কুলে ভোর থেকে হুমকি ইমেইল আসে। বিস্ফোরণে স্কুল উড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। বলা হয় স্কুল প্রাঙ্গণেই রাখা আছে বোমা। কিছুক্ষণেই বোমা বিস্ফোরণে স্কুল বাড়ি ভেঙে পড়বে। অবিলম্বে খালি করে দেয়া হয় স্কুল চত্বর। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইমেইলের ‘আইপি অ্যাড্রেস’ ঘেঁটে  পুলিশ জানতে পারে,  রাশিয়া থেকে ওই হুমকি ইমেইল পাঠানো হয়েছিল দিল্লির স্কুলগুলিতে। অবশ্য ‘আইপি অ্যাড্রেস’-এ কারচুপি হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করেছে দিল্লি পুলিশ। নিছকই মজা, না কি নেপথ্যে গভীর কোনও ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, তা নিয়েও পুলিশ তদন্ত চালাচ্ছে।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বলেন, ‘পুলিশ ইতিমধ্যেই হুমকি ইমেইলের উৎসের সন্ধান পেয়েছে। এটি ভুয়া হুমকি। ১০০টি স্কুলে এই হুমকি ইমেইল পাঠানো হয়েছে।’

সকাল থেকে একের পর এক হুমকি ইমেইলের খবর পেয়ে ভিকে সাক্সেনা পৌঁছে যান ডিএভি স্কুলে। দিল্লি মডেল টাউনের এই স্কুল চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি দিল্লির সমস্ত পড়ুয়া ও তাদের অভিভাবকদের আশ্বস্ত করছি। দিল্লি পুলিশ সর্বক্ষণ অ্যালার্টে রয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া হবে।’

মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। হুমকি ইমেইল আসার পর মাঝপথে পরীক্ষা বন্ধ করে দেয়া হয়। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি। জানা গেছে, আপাতত সমস্ত স্কুলের ক্লাস সাসপেন্ড করে দেওয়া হয়েছে।  দিল্লি পুলিশের প্রধান কুমার মহলা বলেন, ‘প্রত্যেকটি স্কুলে তল্লাশি চালানো হয়েছে। কোনও সন্দেহজনক বস্তু কিংবা বিস্ফোরক মেলেনি। এই হুমকি মেইল সম্পূর্ণ ভুয়া। কারও প্যানিক করার প্রয়োজন নেই।’

সূত্র : ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here